'পিছুটান'
তুমি বলেছিলে অটুট থাকবে
আমাদের এই বন্ধন।
বলেছিলে ছেড়ে যাবে না কখনও।
তাই তোমাকে নিয়ে স্বপ্ন বুনতাম
যেখানে তোমার বিচরণ ছিল সর্বদা।
কল্পনার রাজ্যে সারাদিন
তোমাতে মগ্ন থাকতাম।
সামান্য শব্দেও পিছু ফিরে তাকাতাম
এই বুঝি তুমি ডাকছ।
সারাদিন তোমাকে ভেবে মুচকি হাসি বলে
সবাই ভাবতো আমি পাগলী হয়েছি।
যে যাই বলুক, তুমি তো পাশে ছিলে,
তাই পরোয়া করিনি কোনকিছু।
কিন্তু এখন!
এখন অন্য কারো স্বপ্নে তোমার বিচরণ।
অন্য কারো কল্পনার রাজ্যে তোমার বসবাস।
অন্য কেউ এখন তোমার
পথ চেয়ে বসে থাকে।
হয়তো তোমার কারণে কেউ
পাগলী নামটাও উপাধি পেয়েছে।
আর আমি!
আমি বিধ্বস্ত এক মানবী
যাকে স্বপ্নেরা বিদায় জানিয়েছে।
ক্ষতবিক্ষত হয়ে গেছে
যার কল্পনার রাজ্য।
এখন আর আগের মতো হাসি না।
তাই কেউ আর পাগলী বলেও ডাকে না।
যখন তখন আর পিছু ফিরে তাকাই না।
কারণ, 'পিছুটান'কে অনেক আগেই
পিছনে ফেলে এসেছি।
0 Comments