১২ মে বিশ্ব মা দিবস ছিল!! কিন্তু আমরা অনেকই জানি না!! যে এই দিবসটি কী ভাবে উৎপন্ন হয়েছে!! তাই যারা জানেন না তাদের জন্য আমার এই লেখাটা!!
গল্পটা ১০০ বছরের আগের!!যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইওর মাঝামাঝিতে ওয়েবষ্টার জংশন এলাকার বাসিন্দা অ্যান মেরি রিভস জার্ভিস সারাটা জীবন ব্যয় করেছেন অনাথ-আঁতুড়ের সেবায়!! মানুষটি মারা গেলেন ১৯০৫ সালে!! নীরবে-নিভৃতে যে মা আর্তের সেবায় ছুটে বেড়িয়েছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে,,তাঁকে সন্মান দিতে চাইলেন মেয়ে আনা জার্ভিস!! অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস প্রচার চালাতে শুরু করলেন!! সাত বছরের চেষ্টায় মা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পেল!!
মা দিবসের মূল উদ্দেশ্য হলো মাকে যথাযথ সন্মান দেওয়া,,যে মা জন্ম দিয়েছেন,,লালন-পালন করেছেন,,তাকে শ্রদ্ধা প্রদর্শন করা!! বলা যায়,,মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা,,তা প্রকাশের সুযোগ হয়ে ওঠে না সিংহভাগ মানুষেরই!! মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবস সন্তানদের এ সুযোগ করে দেয়!! পশ্চিমা বিশ্বে দিবসটি উৎপওি,,উযযাপনের ঘটনাও সেখানে বেশি!! বিশ্বের বহু দেশে কেক কেটে মা দিবস উযযাপন করা হয়!! উপহার হিসেবে সন্তানেরা মাকে দেয় কার্ড বা চকলেট!! তবে মা দিবসের প্রবক্তা আনা জার্ভিস এই বানিজ্যিকীকরনের বিরোধী ছিলেন!!
পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে দিনটি পালন করা হয়!! ফেব্রয়ারির দ্বিতীয় রোববার নরওয়েতে,,মার্চের চথুর্থ রোববার আয়ারল্যান্ড,,নাইজেরিয়া ও যুক্তরাজ্যে!!বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মা দিবস পালিত হচ্ছে কয়েক বছর ধরে!!বাংলাদেশে মে মাসের দ্বিতীয় রোববার!!
0 Comments