বিবাহিত মেয়েদের অসমাপ্ত ঘটনা

বিবাহিত মেয়েদের অসমাপ্ত ঘটনা ......

বিবাহিত মেয়েরা অনেক সময়  অবিবাহিত ছেলেদের প্রেমে পরে যায়, আপনারা হয়তো ভাবতে পারেন কেমন নোংরা কথা  বলছি বিয়ের পর আবার কিসের প্রেম?

বিবাহিত মেয়েরা বিয়ের পর সেই  মেয়েটিই থাকে, বিয়ের আগে যেমনটি ছিলো, যেমনটি তার আবেগ ছিলো, যেমনটি তার  চিন্তা ছিলো সব একই থাকে। এমন নয় যে একটা মেয়ে বিয়ের পর চেঞ্জ হয়ে যায়।  একটা মেয়ে তার স্বামী কে ঠিক যেভাবে কল্পনা করে বিয়ের আগে, বিয়ের পর সেইরকম  মিল না পাওয়ায় তারা অনেক সময় হীনমন্যতায় ভুগে। তখন তারা তাদের অপরিপূর্ণ  জায়গাটুকু তে অন্য কাউকে চিন্তা করতে চায়।  এভাবেই একদিন অন্য কারো প্রেমে ও পরে যায়। সেই অন্য কেউ টা বেশির ভাগ ই হয়  অবিবাহিত ছেলে রা। কারন একজন অবিবাহিত ছেলেই ততটা রোম্যান্টিক হয় যতটা সেই  মেয়েটি চায়। কথা গুলো শুনে খারাপ লাগলেও সত্যি। ঠিক এইভাবেই চলতে চলতে কখন  ও সেই ছেলেটির সাথে শারিরীক সম্পর্কে জড়িয়ে যায়, কখন ও আবার দূর থেকেই  ভালোবাসে।তারা তাদের সকল একাকিত্তের কস্ট গুলো সেই ছেলে কে শেয়ার করে। সেই  ছেলেটির উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে যায়।

২০ বছরের ছেলেটার মনের গুরুত্ব ২০ বছরের মেয়ের কাছে তেমন একটা থাকে না।

ঠিক তেমনি বিবাহিত মেয়েটার মনের গুরুত্ব বিবাহিত ছেলেটার কাছে থাকে না।

তাই বিবাহিত মেয়েরা অবিবাহিত ছেলেদের প্রেমে পড়ে যায়। কারন এখানে বিবাহিত  মেয়েটা যেমন ছেলেটা কে অনেক বেশি মুল্য দিয়ে থাকে, ঠিক তেমনি অবিবাহিত  ছেলেটাও বিবাহিত মেয়েটাকে অনেক বেশি মুল্য দিয়ে থাকে।

Post a Comment

0 Comments