"তিতা সত্যিটা হলো, বাংলাদেশের বেশিরভাগ ছেলেমেয়ের পড়াশুনাজনিত ডিপ্রেসন আর ক্যারিয়ার নষ্টের জন্য দায়ী তাদের বাবা-মা !!
জন্ম থেকেই প্রতিটা ছেলেমেয়ের মাথায় কিছু পয়েন্ট ঢুকিয়ে দেয়া হয়, যেমনঃ
১) তোমার বাবা-মা সব বিষয়ে অবশ্যই তোমার চেয়ে ভালো বুঝে
২) বাবা-মা এর মুখের উপর কখনোই কিছু বলা যাবে না
৩) বাবা-মা এর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোন কাজ করলে, সেটার ফলাফল ভালো হয় না
খুবই যৌক্তিক কথা ... কিন্তু সব জায়গায় কি যুক্তি খাটে ??
আমি এমন একজন কে চিনি, যার বাবা তাকে জোর করে মেডিকেলে ভর্তি করানোর পর সে একটা প্রফেও পাস করতে পারে নি ... জোর করে ডাক্তার বানাতে চাওয়ার মানসিক যন্ত্রণায় সে নিজেই এখন মানসিক রোগী !!
আমি এমন একজন কে চিনি যে মানুষটা অসম্ভব ভালো ছবি আঁকে ... চারুকলাতে ভর্তি হওয়ার পরে তাকে জোর করে ভর্তি বাতিল করিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে বাধ্য করে তার পরিবার ... ফলাফল হিসেবে, ৫ বছরেও তার পড়াশুনা শেষ হয় নি ... মাথার উপর অনেকগুলো লগ (ফেল) এর প্রচন্ড ভারে সে এখন চরম ডিপ্রেসনে ভুগছে !!
যে ছেলেটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে ক্যারিয়ার গড়তে চেয়েছিলো, বাবা-মা এর স্বপ্ন পূরণে ইচ্ছার বিরুদ্ধে সে গত ২ বছর যাবত বিসিএস নিয়ে পড়ে আছে ... হচ্ছে না ... প্রচন্ড হতাশায় ভুগে সে ধুকে ধুকে মরছে প্রতিনিয়ত ... জীবনের হারিয়ে যাওয়া দুইটা বছর তাকে কে ফেরত দিবে ??
যে মেয়েটা GRE/IELTS দিয়ে বিদেশে গিয়ে MSc আর PhD করার স্বপ্ন দেখতো, বাবা-মা তার জন্য পাত্র দেখছে ... গত কয়েকটা মাস ধরে সে বুঝাচ্ছে ... কাজ হচ্ছে না ... বাবা-মা এর চোখের পানির কাছে হেরে গিয়ে খুব শীঘ্রই হয়তো তাকে নিজের স্বপ্ন, নিজের প্যাশন কে স্যাক্রিফাইস করতে হবে !!
আমি জানি না আসলে এর সমাধান কি ... ছেলেমেয়ের উপর জোর করে নিজের ইচ্ছাগুলো চাপিয়ে দিয়ে আসলে লাভটা কি হয় ?? ... পড়াশুনা, ক্যারিয়ার কিংবা বিয়ে - এই জায়গাগুলোতে ছেলেমেয়ে যদি ভালো না থাকে, বাবা-মা কি শান্তিতে থাকে আদৌ ??
আমি শুধু জানি, এই মূহুর্তে পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকগুলো ছেলেমেয়ে একদম ভালো নেই ... যে পড়াশুনা কিংবা ক্যারিয়ার তার জন্য প্যাশন হওয়ার কথা ছিল, সেই পড়াশুনা কিংবা ক্যারিয়ার এখন তার কাছে বোঝা ... এই বোঝার ভার সহ্য করতে না পেরে অনেকেই মানসিকভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে !!
সংগৃহীত
0 Comments